Monday, April 27, 2015

ডাউনলোড করে নিন Hacking শেখার চমৎকার বাংলা বই ফ্রী! এবার ফেসবুক এবং ওয়েবসাইট হ্যাকিং করুন।

ডাউনলোড করে নিন Hacking শেখার চমৎকার বাংলা বই ফ্রী! এবার ফেসবুক এবং ওয়েবসাইট হ্যাকিং করুন।

45


আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাকিং শেখার জীবনের start

বাংলাদেশে বর্তমানে হ্যাকিং শেখায় অনেকের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাকিং শেখা অতো সহজ কাজ নয়। এর জন্য দরকার হয় জেদ আর অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা।দরকার হয় বুদ্ধি। আর-ও জানতে হয় সি,সি প্লাস প্লাস,পাইথন সহ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ , এই প্রোগ্রামিং শেখার কোন শেষ নেই শিখেই যেতে হবে।যে সকল হ্যাকার কোন সাইট হ্যাক করে কৌতূহলবসত মানে হ্যাক করে কোন ক্ষতি না করে বেরিয়ে আসে তাদের বলা হয় White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার।
আর যে সকল হ্যাকার কোন সাইট হ্যাক করে ক্ষতি করে তাদের বলা হয় Black Hat Hacker বা কাল টুপি হ্যাকার।
আমাদের যদি হ্যাকিং করার ইচ্ছে থাকে তবে White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার হওয়া
উচিত কেননা কারও সাইট হ্যাক করে তাকে কষ্ট দেয়ার কোন মানে হয় না।
তো এবার কাজের কথায় আসি। হ্যাকিং শেখার জন্য বই অনেক দরকারি। এরকম English বই এর
সংখ্যা অসংখ্য । তবে বাংলা বই খুব কম-ই আছে।

No comments:

Post a Comment