Friday, March 6, 2015

মারাক্তক একটি মিউজিক্যাল সফটওয়্যার । হয়ে যান আপনিও একজন সঙ্গীত শিল্পী!



হাবিব , ফুয়াদ , হৃদয় খান এর মতো আপনিও যে কোন গানকে এডিট করতে পারবেন মিউজিক মিক্সড করতে পারবেন । এখানে ডিজে থেকে শুরু করে সব ধরনের মিউজিক এডিটিং করা যায় । আপনি চাইলে মাইক্রোফোন দিয়ে আপনার কণ্ঠে গাওয়া গান অরজিনিয়াল ভার্শনে রেকর্ড করে তারপর এই সফটওয়্যারে সহজে মিউজিক মিক্সিড করতে পারবেন !!!! তবে আপনাকে তাল বা Beat জানতে হবে । ১৬ বিট , ৮ বিট , 4 বিট , ৬ বিট তাহলে আপনার জন্য আরও সহজ হবে । যারা মিউজিক লাইনে আছেন আমার মতো তাদের কোন সমস্যা হবে না রিদম টা আপনাদের সবার জানা। আমার মতে এই সফটওয়্যারটি আমার জন্য ইন্টারনেট ওয়ার্ল্ডের তরফ থেকে একটি বড় গিফট !!!
thin bar2
***** সফটওয়্যারটি ১৭ ভার্শনটি আমি কিছুদিন আগে শেয়ার করছিলাম কিন্তু আপনারা অনেকেই ফুল ভার্সন করতে পারেননি । তবে এই ১৭ ভার্সনে কিছু মিউজিক এড করা হয়েছে এতে , এবং থিমটি শুধু চেঞ্জ হয়েছে । আর তেমন কোন পরিবর্তন হয় নেই । তাই আমি বলি আমার মতে এই ভার্শন টি All The Best ……. যদি আপনার ১৭ মিউজিক ফাইল গুলো প্রয়োজন পরে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
thin bar
তাহলে দেরি না করে ডাউনলোড করুন ফাইলটি

ডাউনলোড লিঙ্ক ১৭৪ মেগাবাইট

এখন ক্র্যাক ডাউনলোড করতে হবে এখান থেকে

Click Here For Download Now

No comments:

Post a Comment